বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় নতুন আবেদন চাওয়া অমানবিক : কায়সার কামাল
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন অনেকে আগেই করা হয়েছে। তাই এ বিষয়ে নতুন করে আবেদন চাওয়া অমানবিক।’
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন বিএনপিপন্থি এই আইনজীবী।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মেডিকেল বোর্ড ও চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া যে সমস্যায় ভুগছেন, সেটির চিকিৎসা দেশে সম্ভব নয়। তাই খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে। এটা আবেদন করার ওপর নির্ভর করছে না। এটা এখন তার শারীরিক অবস্থা, সময় ও জনগণের দাবি। তার জীবন রক্ষার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
কায়সার কামাল বলেন, ‘১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি ঘোষণায় আছে—যদি কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়, তখন সেই দেশের সরকারের দায়িত্ব তাকে বিদেশে পাঠানো। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্স নাভালিনকে জার্মানি পাঠানো হয়েছিল।’
বিএনপির আইনবিষয়ক সম্পাদক আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনের পাশাপাশি বাংলাদেশ সংবিধানের ১৫ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন।’
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন করা হয়নি। তারা আবেদন করলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। তখন বিষয়টি দেখা যাবে। এখন কিছু বলা যাবে না।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বেগম খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হয়েও মুক্ত থেকে সুচিকিৎসা নিতে পারছেন।’