চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করল কেন্দ্রীয় কমিটি
অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুসারে কমিটি বিলুপ্তির এই ঘোষণা দেওয়া হয়।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি বহিষ্কার আদেশপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার রাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার আদেশপ্রাপ্ত শিক্ষার্থীর পাশাপাশি ২০১৪-১৫ শিক্ষাবর্ষ ও এর আগে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী যাদের ছাত্রত্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে তাদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
অন্যদিকে, আজ রোববার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ছাত্রলীগের দুটি গ্রুপ হলো শাটলের বগি ভিত্তিক সংগঠন সিএফসি ও বিজয়। এসময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এই দুই গ্রুপ।
এছাড়া, ছাত্রলীগের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিবেদক মোশারফ হোসেন শাহকে মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। আজ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় কয়েকজন সহপাঠি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের সহপ্রক্টর অধ্যাপক নাজিমুল আলম মুরাদ জানান, মোশাররফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাথায় আঘাত হয়েছে।
চিকিৎসকরা জানান, মোশারফের মাথা ফেটে গেছে এবং চারটা সেলাই লেগেছে।