খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে শর্তযুক্ত মুক্তি বাতিল হলে কিছু করার নেই : আইনমন্ত্রী
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি। দলটির এমন দাবির বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে শর্তযুক্ত মুক্তি বাতিল হলে সরকারের পক্ষে কিছু করার নেই।’
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।
বিএনপির দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের আর কিছু করার নেই। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়। পরিবর্তন করতে হলে খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে। এরপর অন্য বিবেচনা করা যাবে। এটা বিবেচনা করতে গিয়ে তাঁর (খালেদা জিয়া) শর্তযুক্ত মুক্তি বাতিল হলে সরকারের আর কিছু করার নেই।’
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়ে জানতে চাচ্ছিলাম, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হয়। সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করে এ ব্যাপারটি।’
মৃত্যুপথযাত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ‘ঠেলাঠেলি’ লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নেই। আমি পরিষ্কার করেছি, যদি কোনো আবেদন আসে, সে আবেদন সরাসরি আইন মন্ত্রণালয়ে করা যায় না। সেটা আইন মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে। এর মধ্যে ঠেলাঠেলির কী দেখলেন আপনারা?’
বিএনপি দাবি করছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি ঘোষণা অনুযায়ী সাজাপ্রাপ্ত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়, তখন সে দেশের সরকার দায়িত্ব অনুসারে তাকে বিদেশে পাঠাতে বাধ্য। এ বিষয়ে আপনার মতামত কী? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এমন কথা জাতিসংঘে বলা আছে। তবে, এটাও ঠিক–আমাদের দেশের আইন অগ্রাধিকার পাবে। আমরা ৪০১ ধারায় বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছি।’