কারও মৃত্যু চাই না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিশ্বের ৮০টি গণতান্ত্রিক দেশ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। লোকে যাই বলুক, যার চুরি করার স্বভাব সে চুরি করবেই। ‘বিএনপির আয়ু ৩৬ দিন’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তাকে আজরাইলের দায়িত্বটা কে দিল?’ তিনি আরও বলেন, ‘আমরা কারও মৃত্যু চাই না। শুধু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।’
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনার শিববাড়ি মোড়ে সরকারের পদত্যাগ দাবিতে ঝিনাইদহ থেকে ১৫০ কিলোমিটারের বেশি পথ রোডমার্চ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘১০ লাখ থেকে ১৫ লাখ কোটি টাকা দেশ থেকে চলে গেল এর হিসেব দিতে হবে। আপনি সিল মেরে ক্ষমতায় থাকবেন, এটা হবে না। এর জবাব দিতে হবে।’ তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বললেন, বিএনপির আয়ু ৩৬ দিন। তাকে আজরাইলের দায়িত্বটা কে দিল?’
গয়েশ্বর আরও বলেন, ‘ওবায়দুল কাদের কি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখছেন—খালেদা জিয়া মৃত্যুর খবর কবে আসে? খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যান, শেখ হাসিনা কি দেশে থাকতে পারবেন? তার চাচাতো ভাইদেরকে জানিয়ে দেন...।’
গয়েশ্বর বলেন, ‘আমাদের কোর্টে হাজিরা দেওয়ার সময় শেষ। শেখ হাসিনা সরকারের লোকজনেরা হাজিরা দেওয়ার সময় কি পাবে?’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা কারও মৃত্যু চাই না। শুধু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।’
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া বিএনপি কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।