তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সব বিষয়ে ছাড় দেওয়া হবে : মির্জা আব্বাস
সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘শুধু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সব বিষয়ে ছাড় দেওয়া হবে। তাই দ্রুত পদত্যাগ করেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন।’ তিনি আরও বলেন, আমাদের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য আল্টিমেটাম দিয়েছেন। এরমধ্যে যদি নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি না দেন, এর পরিণতি কি হবে, আপনারা (সরকার) দেখবেন?’
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে সরকারের পদত্যাগ দাবিতে ঝিনাইদহ থেকে ১৫০ কিলোমিটারের বেশি পথ রোডমার্চ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।