ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সাধারণ মানুষের চিন্তার কিছু নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সাধারণ মানুষের চিন্তার কিছু নেই।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পরিষ্কারভাবে বলেছে যে, নির্বাচন সামনে রেখে কেউ যেন বিধিবহির্ভূতভাবে নির্বাচন প্রভাবিত করতে না পারেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারেন এই বিষয়গুলোর সঙ্গে রিলেটেড এই ভিসা পলিসি। এখানে সাধারণ মানুষের চিন্তার কিছু নেই।’
শাহরিয়ার আলম বলেন, ‘রাজনীতি যারা করেন তারা অনেক ঝুঁকি নিয়ে রাজনীতি করেন, তাদের জন্য এটা কোনো বড় বিষয় নয়। বড় বিষয়ে তাদের জন্য যারা হয়তোবা বিদেশে গিয়ে আবাস খোঁজেন বা অবস্থান খোঁজেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভিসা নীতি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছি, কথা বলেছি। যে কারণে ৪ মে’র সিদ্ধান্ত ২৭ মে তে গিয়ে বাস্তবায়ন হয়েছে।’