খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত শিগগির : আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্ররধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ আবেদন করেন। এ বিষয়ে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ আবেদনের বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, আমরা আবেদনটি যাচাই-বাচাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেব।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এনটিভি অনলাইনকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই গত দুদিন আগে আমাদের দপ্তরে এ সংক্রান্ত একটি আবেদন দিয়েছেন। আমরা আইনগত মতামত চেয়ে এটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আইনগত মতামত পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
এ আবেদনের আগে গত সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বিদ্যমান অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই। ফৌজদারি কার্যবিধির ৪০১ (১)-এর ধারার ক্ষমতাবলে শর্ত যুক্তভাবে তার সাজা স্থগিত রেখে শর্তযুক্ত মুক্তি দেয়া হয়েছে। সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায়। এখন আইনের যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে খালেদা জিয়াকে দেওয়া শর্তযুক্ত মুক্তি আগে বাতিল করতে হবে। বাতিল করে আগের অবস্থায় যাওয়ার পর আবার অন্য বিবেচনা করা যাবে।
আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আবেদন সরাসরি আইন মন্ত্রণালয়ে করা যায় না। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। আইন মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠাবে।’