মেজর সেজে মহিউদ্দিনের প্রতারণা!
মেজর পরিচয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহিউদ্দিন মজুমদার নামে একজনকে আটক করেছে পুলিশের র্যাব। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন টিক্কা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য জানান। তিনি বলেন, আটক মহিউদ্দিন মজুমদার সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত মোস্তফা মজুমদারের ছেলে তিনি। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল, ছয়টি সিমকার্ড, দুটি ইউএনএইচসিআরের সিল, দুটি সিল প্যাড, চেক বই এবং সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের নাম, ঠিকানা সম্বলিত প্যাড জব্দ করা হয়।
এএসপি শিহাব বলেন, সম্প্রতি একটি চক্র নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি, বেসরকারি উন্নয়ন প্রকল্পের পিডি, এমডি সেজে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল ক্রয় আদেশ দিয়ে ভুয়া চেক দিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এ ছাড়া তাদের একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র রয়েছে যার মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর সঙ্গে ভুয়া নাম পরিচয় দিয়ে ব্যবসায়িক লেনদেন করে এবং ভুয়া চেক প্রদানের মাধ্যমে জালিয়াতি করে থাকে।
শিহাব করিম বলেন, বেশ কয়েকজন ভুক্তভোগী র্যাব-২-এর কাছে আইনি সহায়তা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতার ভিত্তিতে গতকাল রাতে মহিউদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টির অধিক প্রতারণার মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।