রাউজানে কলেজছাত্র হৃদয় হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই
চট্টগ্রামের রাউজানে কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়কে অপহরণের পর হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা ও নতুন ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উচিং থোয়াই মারমা ও ক্যাসাই অং মারমা।
আজ রোববার (১ অক্টোবর) সকালে নগরীর চান্দগাওয়ে র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম।
সংবাদ সম্মেলনে মাহবুব আলম জানান, হৃদয় পড়াশোনার পাশাপাশি রাউজানে একটি মুরগীর খামারে ম্যানেজার হিসেবে কাজ করতেন। খামারে কর্মরত পাঁচ থেকে সাতজন কর্মচারীর সঙ্গে বিভিন্ন সময় হৃদয়ের বাগবিতণ্ডা হয়। এর জেরেই গত ২৮ আগস্ট তারা হৃদয়কে ডেকে এনে অপহরণ করে।
পরে, হৃদয়ের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারটি দুলাখ টাকা দিলেও অপহরণকারীরা হৃদয়কে ফেরত না দিয়ে তাকে দুর্গম পাহাড়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা ছয়জনের নাম উল্লেখ করে রাউজান থানায় মামলা করেন।
লে. কর্ণেল মাহবুব আলম বলেন, ‘এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’