দুজনের চোখ তুলে নিল গ্রামবাসী!
মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দুজনকে আটক করে এলাকাবাসী। পরে চলে গণধোলাই। এতেই শেষ নয়, চোখ তুলে নেওয়া হয় তাদের। আজ রোববার (১ অক্টোবর) ভোররাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে পুলিশ।
গণপিটুনী ও চোখ তুলে নেওয়ার ঘটনা ঘটেছে বরিশালের মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার বাসিন্দা দাদন হাওলাদার (৫০) ও সোহরাব হাওলাদারের (৪৫) সঙ্গে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০ থেকে ১২ জন মুখোশ পড়া অস্ত্রধারীরা জড়ো হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে মসজিদে মাইকিং করে। পরে, পালিয়ে যাবার চেষ্টা করলে দুজনকে আটক করে এলাকাবাসী। এরপর চলে গণপিটুনি ও চোখ তুলে নেওয়ার ঘটনা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, ‘দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’