ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। প্রতিনিয়তই তা ভয়াবহতার দিকে যাচ্ছে। প্রতিদিনই এ জেলায় মৃত্যুর ঘটনা ঘটছে ডেঙ্গুতে। গত চব্বিশ ঘণ্টায় ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ অক্টোবর) সিভিল সার্জন অফিস থেকে পাঠানো ব্রিফিং এ জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে ৬১ জনের মৃত্যুর ঘটনা ঘটছে।
এ বিষয়ে ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন চিকিৎসাধীন অবস্থায় রোববার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৩১৮ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৮২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুরে এ পর্যন্ত ১২৬৩২ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর মধ্যে ১১৭৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।