আইন মন্ত্রণালয়ের মতামত পরিবর্তনের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামত পরিবর্তনের সুযোগ নেই। আমরা আইন মন্ত্রণালয়ের মতামতই প্রতিপালন করব।
আজ সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২৫ সেপ্টেম্বর একটি আবেদন করেছিল তাঁর (খালেদা জিয়ার) পরিবার। এ আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১ অক্টোবর) আবেদনটি নাকচ করে দিয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক বক্তব্যে বিদেশে নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।
এ আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনটি মতামতের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। এ বিষয়ে আইনি জটিলতা রয়েছে, তাই সেটি আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। সেটি খালেদা জিয়ার পরিবারের পক্ষে আসেনি। আইন অনুযায়ী এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এখন এ বিষয়ে আমাদের আর কিছুই করার নেই।