সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য এবার মাদককাণ্ডে গ্রেপ্তার
মেহেরপুরে ৩২ পুরিয়া (তিন গ্রাম) হেরাইন জব্দ ও সাময়িক বরখাস্ত এক পুলিশ সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২ অক্টোবর) বিকেলে মেহেরপুরের সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। এরপর মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম (৪০) মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ হোসেন (২৩) সদর উপজেলার রাইপুর গ্রামের। আশরাফুল ইসলাম ঢাকা মেট্রোপলিটনের কোর্ট পুলিশে কর্মরত ছিলেন।
বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন বলেন, ‘কাটাতারের এপারে ভারতীয় গ্রাম বিষ্টুগঞ্জ থেকে হেরোইন নিয়ে কয়েকজন মাদক ব্যাবসায়ী বাংলাদেশে এসেছে। এমন খবরে বাজিতপুর ক্যাম্পের বিজিবির একটি দল অবস্থান নেয় সীমান্তে। মাদক ব্যাবসায়ীরা সীমান্তের ১২০ নম্বর মেইন পিলার হয়ে মোটরসাইকেলে বাজিতপুর গ্রামের পাকা রাস্তার ওপরে এলে বিজিবি তাদের গতিরোধ করে। এ সময় গ্রেপ্তার করা হয় সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তার সহযোগী সবুজ হোসেনকে। সবুজকে তল্লাশি করে ৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন তিন গ্রাম। জব্দ করা হয় একটি ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল।’
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যাক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ আসামিদের আদালতে সোপর্দ করা হবে। আসামি আশরাফুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন কোর্টে কর্মরত হলেও সাসপেনশনে আছেন।’