সার্জেন্টকে মারধরের মামলায় জামিন পেলেন মা-মেয়ে
রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধরের ঘটনায় গ্রেপ্তার মা দিলারা আক্তার (৫০) ও তার মেয়ে তাসফিয়া ইসলামকে (২২) জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই আদেশ দেন।
জামিনপ্রাপ্ত দিলারা আক্তার জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মফিজুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এশারত আলী গণমাধ্যমকে বলেন, ‘বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন।’
নথি থেকে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে তাদেরকে গ্রেপ্তারের পরে হাজির করে পুলিশ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এজাহার থেকে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর শিয়া মসজিদ এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে একটি প্রাইভেটকারে মামলা দেন সার্জেন্ট হাসিনা খাতুন। মামলাকে কেন্দ্র করে পুলিশের এই কর্মকর্তাকে মারধর করেন ওই মা-মেয়ে । পরে, এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ওই সার্জেন্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলার পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।