চার দিন পরই আলিয়া মাদরাসা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার ছাত্রলীগের
চার দিনের পরই ঢাকা মহানগর দক্ষিণের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা কমিটির ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল ছাত্রলীগ।
চলতি বছরের ২০ জুলাই সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতকে একবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। একইসঙ্গে পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘর্ষে জড়ান। ফলে মাত্র দুই মাস নয় দিনের মাথায় কমিটি স্থগিত করা হয়।