পোলিং এজেন্টের ভূমিকা যথাযথ হলে নির্বাচনে অনিয়ম দূর করা সম্ভব : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি দূর করা সম্ভব। আজ বুধবার (৪ অক্টোবর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি। পোলিং এজেন্টের ভূমিকা যদি যথাযথ হয় তাহলে কারচুপি পরাভুত করা সম্ভব বলে মনে হয়।’ দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সিইসি।
এ কর্মশালায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে দুজন সাবেক প্রধান নির্বাচন কমিশারের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কথা জানিয়ে অনুপস্থিত ছিলেন তারা। তবে দু’জন সাবেক নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কর্মকর্তাসহ গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।
সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জানান, প্রধান দুই রাজনৈতিক দল বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটে দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতে ইসির করার কিছু না থাকলেও সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
মো. শাহ নেওয়াজ বলেন, ‘দলগুলো নিবন্ধিত হয় ভোটে অংশ নেওয়ার জন্যে। কোনো কারণে কোনো দল অংশ না নিলে করার কিছু থাকে না। কিন্তু কমিশন ভোটারসহ সবাইকে আশ্বস্ত করবে- ভোটে পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আশা করি, বর্তমান কমিশন একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা নেবে।’
এ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মশালার দ্বিতীয় ধাপে আজ বুধবার সাবেক সহকর্মী ও বিশেষজ্ঞদের নিয়ে বসেছে নির্বাচন কমিশন। এর আগে সেপ্টেম্বরেও এক দফা কর্মশালার আয়োজন করে ইসি।