ছিনতাইকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে গাড়ি চাপায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাজুল ইসলাম ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন। পরে রাতে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশে রওনা হয় তিনি। রাত ১২টার দিকে তার গাড়িটি আসাদগেট আড়ংয়ের সামনে সিগন্যালে দাঁড়ালে গ্লাস খোলা থাকায় ছিনতাইকারীরা মোবাইলফোন নিয়ে চলে যায়। এসময় তাইজুল ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে দৌড় দেন। তখন দ্রুতগতিতে চলা অন্য একটি গাড়ি এসে ধাক্কা দিলে তাইজুল গুরুতর আহত হন। পরে রাতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আসাদগেটের মোহাম্মদপুর থানার অংশে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। আর গাড়িচাপা দেওয়ার ঘটনাটি ঘটে শেরে বাংলানগর থানার অংশ। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায়ও একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি এবং ঘাতক চালক ও গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছি।