হারানো ১০ স্মার্ট ফোন ফিরে পেলেন মালিকরা
নড়াইল হারিয়ে যাওয়া ১০টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনের দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিকভাবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নি.) আলী হোসেন ও এসআই (নি.) মো. ফিরোজ আহমেদসহ অন্য কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করছেন। এরই ধারাবাহিকতায় ১০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়।
পরে স্মার্ট ফোনগুলো অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (প্রশাসন ও অর্থ) , অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী (ক্রাইম অ্যান্ড অপস্) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
মোবাইল ফেরত পেয়ে মালিকরা জানান, তাঁরা মোবাইল ফোন পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ তাদের মোবাইল ফোন উদ্ধার করে দিয়ে আস্থার প্রতিদান দিয়েছে। তাঁরা মোবাইল ফোন হারিয়ে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে তাদের হারানো মোবাইল ফোন ফিরে পান। তাই তাঁরা পুলিশসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জ ছাব্বিরুল আলমসহ অন্য কর্মকর্তারা।