পদ্মায় জেলেদের জালে ৫০ কেজি ওজনের শুশুক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির হাসাইল এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় জেলে দাদন আজ শুক্রবার (৬ অক্টোবর) ভোরে নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালে শুশুকটি আটকা পড়ে।
শুশুকটি নদীতীরবর্তী হাসাইল মাছ ঘাটে নিয়ে এলে এটি দেখতে শত শত নারী পুরুষ ভিড় জমায়।
এলাকাবাসী জানায়, পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক লাফাতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পড়ে। তাই শুশুক ধরা পড়ছে শুনে তারা সামনাসামনি দেখতে এসেছে।
স্থানীয় জেলে দাদন মান বলেন, ‘প্রতিদিনের মতো আজও নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরে জাল উঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সবাই আস্তে ধীরে জাল টানতে থাকি। একপর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। পরে এটি দেখতে আশপাশের অনেক লোক জমায়েত হয়।’
উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘আমি শুশুক ধরা পড়ার ব্যাপারে এখনও কোনো খবর পাইনি। তবে এটা খাওয়ার উপযোগী নয়। এই শুশুক উদ্ধার বা জব্দ করবে বনবিভাগ।’
জেলা বন কর্মকর্তা আবু তাহের জানান, পদ্মা নদীতে শুশুক ধরা পড়েছে এমন কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে শুশুক খাওয়া বা বিক্রি করা যাবে না। জীবিত থাকলে তাঁরা তা নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন আর যদি মারা গিয়ে থাকে তাহলে এটা মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি আরও জানান কিছু দিন আগে লৌহজংয়ে শুশুক ধরা পড়ে এবং মারা যায় ওটাকে তাঁরা মাটিচাপা দেন।