ফরিদপুরে ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিনিয়তই তা ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গুতে এ জেলায় গড়ে প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার (৬ অক্টোবর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন নগরকান্দা উপজেলার ধর্মতি গ্রামের সাইদুর রহমানের দুই মাস বয়সী শিশুকন্যা আল সামি, ফরিদপুরের সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের আনোয়ারা বেগম (৪৫) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজেদা বেগম (৪০)।
সিভিল সার্জন অফিস থেকে পাঠানো ব্রিফিংয়ে শনিবার জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ অক্টোবর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৬৫ জন চিকিৎসাধীন আছে। ফরিদপুরে ১২৩১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়। তাদের মধ্যে ১১৪৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।