দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা যুবলীগের
বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
আজ রোববার (৮ অক্টোবর) যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে সংসদীয় আসন ভিত্তিক এবং দেশের সব জেলা-মহানগরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হবে।
এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটায় সিভিল এভিয়েশন মাঠে (কাওলা) সুধী-সমাবেশে অংশগ্রহণ করবে যুবলীগ। ১৬ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।