রাজধানীর মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে তরুণীর মৃত্যু
রাজধানীর রমনা থানাধীন মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে পড়ে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সাহিদা ইসলাম মীম হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার বাগিচার টেকের মৃত শেখ আবু সাঈদ ও আজিমুন ইসলাম নাজমার মেয়ে। বর্তমানে হাতিরঝিল থানার ওমর আলী লেনের হোপ কুঞ্জতে থাকতেন।
জানা গেছে, মৃত্যুর খবর পেয়ে রমনা থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তৃত করেন উপপরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি সুরতহাল উল্লেখ করেন, ‘নিহত তরুণী মৃত্যুর পূর্বে ধর্ষিত হয়েছিল কি-না ও মাদকাসক্ত ছিল কি-না?’
পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) আমেনা খানম গণমাধ্যমকে বলেন, ‘নিহতের মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কফি খাওয়ার কথা বলে তার এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল। এর বেশি কিছু তিনি জানেন না।’
এসআই আমেনা আরও বলেন, ‘প্রকৃত ঘটনা কীভাবে ঘটেছে, কেন ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে।’