বাজল বাঁশি, দক্ষিণাঞ্চলে ছুটল স্বপ্নের ট্রেন
ট্রেন চালুর বাঁশি বাজল, দেখানো হল সবুজ পতাকা। পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর ওপর দিয়ে দক্ষিণাঞ্চলে উদ্দেশে ছুঁটল স্বপ্নের ট্রেন। সেই ট্রেনে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও সফরসঙ্গীরা।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেনটি যাত্রা শুরু করে ফরিদপুরের পথে। ফরিদপুরের ভাঙ্গা পৌঁছে দুপুর ২টার দিকে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ডিজিটাল সুইচ টিপে প্রধানমন্ত্রী পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ অতিথিরা। সেখানে প্রধানমন্ত্রীকে পদ্মা রেল সেতুর রেপ্লিকা উপহার দেন প্রকল্প পরিচালক। প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী ট্রেনের টিকিটও কাটেন।