ছিনতাই মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে
রাজধানীর ধোলাইপাড়ে ৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পুলিশের দুই কনস্টেবলকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দা এই আদেশ দেন। রিমান্ডের আসামিরা হলেন—মো. দেলোয়ার হোসেন ও মো. আবু সায়েম।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আব্দুর রব এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম আসামি মোশারফ ও বাতেনকে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। এ ছাড়া একই দিন অপর আসামি মো. মোশারফ হোসেন ও মো. আ. বাতেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দেলোয়ার ও সায়েমের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত, অপরদিকে মোশারফ ও বাতেনের দুদিনের রিমান্ডের আদেশ দেন।’
নথি থেকে জানা গেছে, গত ৮ অক্টোবর সকাল ৯টার দিকে নগদ ৫৪ লাখ টাকা নিয়ে মতিঝিলের জনতা ব্যাংকে জমা দেওয়ার জন্য উদ্দেশে রওনা হন ব্যবসায়ী আবুল কালাম। পায়ে হেঁটে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় ইউনিকেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে দুজন ব্যক্তি তার পথরোধ করেন। এরপর জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধোলাইপাড় মোড় ইউটার্ন করে মাওয়াগামী রোডে যায়। পরে তারা ফাঁকা রাস্তায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ৫৪ লাখ টাকা কেড়ে নেয়। এ সময় মোবাইল ফোন নিয়ে তাকে ফাঁকা রাস্তায় ফেলে দ্রুত গতিতে মাইক্রোবাসে করে আসামিরা পালিয়ে যায়।