জুয়ার টাকা আদায় নিয়ে সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধ
গোপালগঞ্জের মুকসুদপুরে জুয়ার পাওনা টাকা আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন ঝুপিবিদ্ধসহ (টেঁটা) পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিয়ে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় ঝুপি ও দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন সুজন শিকদার (৩২), মেহেদি শিকদার (২৮), আসাদ শেখ (৩০), পাচি বেগম (৩৫) ও ইমরান শেখ (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপ্তরগাতী গ্রামের লাক্ষু শেখের ছেলে আসাদ শেখের কাছে একই গ্রামের আনোয়ার শিকদারের ছেলে সুজন সিকদার জুয়া খেলার এক হাজার টাকা পেতেন। এ পাওনা টাকা চাওয়া নিয়ে আসাদ শেখ ও সুজন সিকদারের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় ঝুপি দিয়ে কুপিয়ে পাওনাদার সুজন সিকদার ও তাঁর পক্ষের মেহেদীকে এবং দেনাদার আসাদ শেখকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। এ সময় একজনের হাতে, একজনের পায়ে এবং অন্যজনের বুকে ঝুপিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাত, পা ও বুকের ভেতরে ঝুপির গালা বিঁধে আছে। এখানে তাঁদের চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান শেখ জানান, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।