‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে সবাই সঠিক ইতিহাস জানবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে সবাই সঠিক ইতিহাস, অনেক অজানা তথ্য ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করে এ কথা বলেন শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের মাধ্যমে জাতি ইতিহাসের অনেক অজানা ঘটনা ও নতুন অধ্যায় জানতে পারবে। আগামীকাল শুক্রবার থেকে দেশের সব সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে এবং আমি এর মুক্তির ঘোষণা দিচ্ছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর তাঁর নাম মুছে ফেলার বহু চেষ্টা করা হয়েছে। ইতিহাস কথা বলে। ইতিহাসকে (মুক্তিযুদ্ধের) বিকৃত করার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা প্রমাণিতহয়েছে যে, ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না।’