ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ঢাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ করা হবে।
গত মঙ্গলবার দিনগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আরিফুর রহমান রাসেল এ তথ্য জানিয়েছেন।
আরিফুর রহমান রাসেল বলেন, ‘সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সমাবেশে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।’
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।