অনশন ও যুব সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী শনিবার (১৪ অক্টোবর) ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে অনশন করবে দলটি। ওইদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।
এছাড়া সরকার পতনের একদফা দাবিতে আগামী ১৬ অক্টোবর নয়াপল্টনে যুবসমাবেশ করবে যুবদল। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুটি কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে চিঠি দিয়েছে তারা। অনশন কর্মসূচির অনুমতি চেয়ে গত ১০ অক্টোবর ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে মহানগর উত্তর বিএনপি। উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে অনশন কর্মসূচির অনুমতি ছাড়াও নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওদিকে যুবসমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে গত ৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে যুবদল। যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ওই চিঠিতে পুলিশকে জানানো হয়েছে।