সুনামগঞ্জের লাকমা সীমান্তে পাথরচাপায় যুবক নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা সীমান্তে চোরাই পথে গুহা থেকে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে লাকমা সীমান্তের ভারত অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুমন মিয়া। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন লাকমা গ্রামের তাহের মিয়ার ছেলে।
পুশিল ও স্থানীয়রা জানান, সকালে চোরাই পথে গুহা থেকে ভারতীয় কয়লা সংগ্রহ করতে যান সুমন মিয়া। এসময় পাথর চাপার তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজিম উদ্দিন জানান, তাহিরপুর সীমান্তের ভারত অংশ থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় একজনের মৃত্যু হয়েছে। তার সঙ্গীরা মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।