কক্সবাজারের পাঁচ উপজেলায় যুবলীগের আংশিক কমিটি
কক্সবাজারেপাঁচটি উপজেলার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। আগামী তিন বছর দায়িত্ব পালন করবে নতুন ঘোষিত এ কমিটিগুলো।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এই কমিটিগুলো ঘোষণা করা হয়।
গত ৯, ১০, ১১, ১২ ও ১৩ মার্চ যথাক্রমে কক্সবাজার পৌর শাখা, মহেশখালী উপজেলা, কুতুবদিয়া উপজেলা, উখিয়া উপজেলা ও রামু উপজেলা শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর আজ শুক্রবার পাঁচ উপজেলায় আংশিক কমিটি ঘোষণা করা হলো।
আংশিক কমিটিতে—কক্সবাজার পৌর শাখায় ডালিম কুমার বড়ুয়াকে সভাপতি ও শাহেদ মুহাম্মদ ইমরানকে সাধারণ সম্পাদক, মহেশখালী উপজেলায় মো. শাহজাহানকে সভাপতি ও সাজেদুল করিমকে সাধারণ সম্পাদক, কুতুবদিয়া উপজেলায় আবু জাফর ছিদ্দিকীকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলায় ইমাম হোসেনকে সভাপতি ও সরওয়ার কামাল পাশাকে সাধারণ সম্পাদক এবং রামু উপজেলায় পলক বড়ুয়া আপ্পুকে সভাপতি ও রাশেদ আলীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।