এক মিনিট নীরবতা কর্মসূচিতেও সচিবালয়ের সামনে বেজেছে গাড়ির হর্ন
শব্দদূষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট ঢাকা শহর শব্দহীন করার কর্মসূচি পালন করা হয়। তবে গাড়ি আটকে রেখেও হর্ন বাজানো বন্ধ রাখা যায়নি।
কর্মসূচিতে সকাল সাড়ে ৯টা থেকে লিফলেট বিতরণ ও হ্যান্ডমাইকে প্রচারণা করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়েও থাকতে দেখা যায়। কিন্তু ১০টার পর শব্দহীন কর্মসূচি শুরু হতেই বেজে ওঠে গাড়ির হর্ন। সিগন্যালে থেকেও পরিবেশমন্ত্রীর সামনেই সচিবালয় গেটে বাজতে থাকে গাড়ির হর্ন।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, “এখানে কোথাও গাড়ি আটকানো হয়ে থাকলে আমাদের এমন কোনো পরিকল্পনা নেই। আজ শুধু ঢাকা শহরে এক মিনিট শব্দ দূষণমুক্ত কর্মসূচি পালন করলাম। কিছু দিনের মধ্যে দেশব্যাপী এটা করব। এক ঘণ্টা, পাঁচ ঘণ্টা, ১০ ঘণ্টা করে করার পর একদিন এটিকে ২৪ ঘণ্টায় নিয়ে যাব। সারা দেশকে শব্দদূষণ মুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করব। মানুষ বাংলাদেশকে শব্দদূষণ মুক্ত করতে এগিয়ে আসবে।”
মন্ত্রী আরও বলেন, “অন্য দেশে যখন যাই আমরা শব্দদূষণ মেনে চলি। কিন্তু নিজের স্বাধীন দেশে এসে আমরা সেটা মানি না। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি।”