ওবায়দুল কাদেরের প্রশ্ন, মির্জা ফখরুল কি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি?
‘তলেতলে যুক্তরাষ্ট্রসহ বিদেশের কারো সঙ্গেই সরকারের কোনো সমঝোতা হয়নি’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মির্জা ফখরুল কি এ দেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নাকি? যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রয়াস আমাদের পক্ষ থেকে অব্যাহত আছে।”
আজ রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘তলেতলে আলোচনা ও সমঝোতা’র বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, “বন্ধুত্বের ক্ষেত্রে কূটনৈতিক বিষয়ে সবকিছু প্রক্যাশ্যে আলোচনা হয় না। কিছু কিছু বিষয় তলেতলেই হয়। কূটনৈতিক বিষয়গুলো সবসময় সোচ্চারকণ্ঠে আলোচনা হয় না। অনেক সমঝোতা ভেতরেও হয়।”
আগামী জাতীয় নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে অর্থবহ সংলাপসহ মার্কিন পর্যবেক্ষকদলের পাঁচ দফা সুপারিশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তাদের (মার্কিন প্রতিনিধিদল) সঙ্গে আমাদের আলোচনাকালে সংলাপ নিয়ে তো কোন কথা হয়নি। তারা এখন সংলাপের কথা কেনো বলছে? প্রধানমন্ত্রীর পদত্যাগসহ বিএনপি যে পাঁচ দফা নিয়ে আন্দোলন করছে, আগে তাদের সেই দফাগুলো বাদ দিতে হবে। তারপরই আমরা সংলাপের বিষয়ে চিন্তা করবো।”
ওবায়দুল কাদের বলেন, “আমাদের দেশে নির্বাচন হবে আমাদের নিজস্ব নিয়মে, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে হয়। পর্যবেক্ষক দলের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। বিএনপি সবার আগে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এসব শর্ত রেখে সংলাপ হতে পারে না। এসব শর্ত দিয়ে বিএনপি আপসহীন ভূমিকায় আছে। শর্ত প্রত্যাহার করলে আলোচনা ও সংলাপ হতে পারে।”