কিশোরীদের এইচপিভি টিকা দান উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর
মানিকগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ হলরুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কার্যক্রম উদ্বোধন করেন।
প্রাথমিক পর্যায়ে ঢাকা বিভাগের পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
এইচপিভি টিকা ক্যাম্পেইন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। সারা দেশে সোয়া কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের।
ঢাকা বিভাগ শেষে টিকা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এরপর পরীক্ষামূলকভাবে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী, সাবরিনা সাব্বির আঙ্কিতা ও সাফিনা সাব্বির সঞ্চিতাসহ কয়েকজন শিক্ষার্থীকে টিকা প্রদানের মাধ্যমে র্কাযক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী। পরে ওই বিদ্যালয়ের দুই শতাধিক কিশোরীকে এই টিকা দেওয়া হয়।
রাজধানীসহ ঢাকা বিভাগের বেশ বেশ কয়েকটি জেলায় আজ এ টিকা দান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।