সুগন্ধা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানো শুরু
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ভাঙন কবলিত সিকদারপাড়া ও মল্লিকপুর এলাকায় প্রায় ২৯ হাজার জিও ব্যাগ ফেলানোর কাজ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করেন।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ তৈরি ও নদীতে ফেলানোর কাজ বাস্তবায়ন করছে।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা নদীর নলছিটি শহরের সিকদারপাড়া ও মল্লিকপুর এলাকায় ২১০ মিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়। ভাঙনের কবলে পড়েছে নলছিটি-বরিশাল সড়কটি। তাই এই সড়ক ও ভাঙন কবলিত এলাকার মানুষকে রক্ষার জন্য নদীতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলানোর উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে ২৯ হাজার জিও ব্যাগ তৈরি করা হয়েছে। আজ থেকে এই জিও ব্যাগ ভাঙনকবলিত এলাকায় ফেলা হচ্ছে।
এ উপলক্ষে সুগন্ধা তীরের সিকদারপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
আমির হোসেন আমু বলেন, নদী ভাঙন রোধে সরকার নানা কার্যক্রম গ্রহণ করেছে। নদী ভেঙে যাতে মানুষের দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলানো হচ্ছে। আগামীতে এসব এলাকায় প্রয়োজনে ব্লক নির্মাণ করা হবে।