যুব সমাবেশে যোগ দেওয়া হলো না যুবদল নেতার
এক দফা আন্দোলন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুব সমাবেশে অংশ নিতে রেলযোগে ঢাকায় এসেছিলেন দেলোয়ার হোসেন (৩৮)। তবে, সমাবেশে অংশ নিতে পারলেন না এই যুবদলনেতা। ঢাকায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
জানা গেছে, আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে রেলযোগে ঢাকায় আসেন দেলোয়ার। দুপুর সাড়ে ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন পৌঁছালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে, পরিচিতরা তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
দেলোয়ার জয়পুরহাট সদর উপজেলা জামালপুর ইউনিয়নের বাসিন্দা। সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদল কমিটির সদস্য বেশ কয়েকবার ইউপি সদস্য (মেম্বার) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের প্রিয় সহযোদ্ধা দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’