ডিবির অভিযানে বিদেশি পিস্তল-শর্টগানের কার্তুজসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পিস্তল ও কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গতকাল রোববার (১৫ অক্টোবর) রাতে শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আর আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাবু শেখ, দেলোয়ার হোসেন, মো. মামুন ও মো. রুহুল আমিন। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, শর্টগানের ১৩ রাউন্ড কার্তুজ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
হারুন অর রশীদ বলেন, ‘একটি সংঘবদ্ধ অস্ত্রধারী গ্রুপ বেশ কিছু অস্ত্র-গুলিসহ প্রাইভেটকারযোগে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আসছিল, এমন খবরে সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল শ্যামপুর ধোলাইপাড়ের রাস্তায় চেকপোস্ট বসায়। রাত পৌনে ৯টায় একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। এ সময় যানটিতে থাকা চারজনকে আটক করা হয়। পরে, তাদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও শর্টগানের ১৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। অস্ত্র পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
ডিবি প্রধান বলেন, ‘দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত গ্রেপ্তারকৃতেো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে।’