নির্বাচনকালীন সরকারে কতজন মন্ত্রী দরকার তা প্রধানমন্ত্রীই ঠিক করবেন : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ওই সময় সরকার তার রুটিন কার্যক্রম পরিচালনা করবে।
সচিবালয়ে আজ রোববার (১৭ অক্টোবর) নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পর সরকারের আকার কেমন হবে, তা প্রধানমন্ত্রীই ঠিক করবেন। সংবিধানে প্রধানমন্ত্রীকে সেই এখতিয়ার দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, নির্বাচনের সময়ে তাঁর সরকারে কতজন মন্ত্রীর প্রয়োজন। যদি তাঁর সকলের প্রয়োজন হয় তাহলে সকলেই থাকবেন। আর যদি তিনি মনে করেন মন্ত্রিসভার আকার ছোট করা প্রয়োজন তাহলে সেটাও তিনি করতে পারেন।
সংসদের আগামী অধিবেশন বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে জাতীয় সংসদের শেষ অধিবেশন বসবে কয়েকদিন পরেই। ওই অধিবেশনে আইন পাশের পাশাপাশি অনেক কিছু নিয়েই আলোচনা হতে পারে।