দুর্গাপূজা উপলক্ষে কেরাণীগঞ্জে ডিসির মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরাণীগঞ্জের সকল শ্রেণির মানুষের সাথে মতবিনিময় করেছেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। কেরাণীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল আলী প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার ৮৯টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা প্রদান করা হয়। এছাড়া উপজেলা চত্বরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ ও গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পরে দুপুরে ঢাকা জেলা প্রশাসক রাজউকের কর্মকর্তাদের সাথে পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় ঢাকা জেলা প্রশাসক মো. আনিসুর রহমান বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও সুন্দর করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলায় নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।