রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র : আফরিন আক্তার
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। রোহিঙ্গাদের কোনোমতেই জোর করে মিয়ানমারে পাঠানো যাবে না।’ আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আফরিন আক্তার আজ সকালে ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসেন।
‘এটা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত সময় নয়’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে আফরিন আক্তার বলেন, ‘মিয়ানমারের রাখাইন স্টেটে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি। ওখানে এখনো সামরিক দাঙ্গা চলছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের পছন্দ মতো গ্রামে বসতি স্থাপন করতে দিচ্ছে না। সেখানে রোহিঙ্গাদের ক্যাম্পে মানবিক সহায়তা পাঠানোর অনুমোদন দিচ্ছে না।’
আফরিন আক্তার আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানও চায়। বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধান এবং স্বল্প মেয়াদে মানবিক সহায়তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।’
আফরিন আক্তার আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে রোহিঙ্গা সংকটে সবচেয়ে বড় দাতা দেশ। রোহিঙ্গা সংকটে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে।’
আফরিন আক্তার দিনব্যাপী রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে বিকেলে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান ও অন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে মার্কিন উপসহকারী মন্ত্রী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা ওমেন সেন্টার, লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ সেন্টার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।