দিনে হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না: মঈন খান
দিনে ভোট হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসমাবেশে আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ আগে বলতো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আজকে তারা কেন এ কথা বলে না। তারা এখন বলে দিনের ভোট রাতে দিব। কারণ, দিনে ভোট হলে ১০ শতাংশ ভোটও পাবে না তারা।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশ থেকে বাকশালকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এই আওয়ামী লীগ তিন মিনিটে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে নাই। এরা জনগণের ইচ্ছাকে পদদলিত করে বার বার ক্ষমতায় এসেছে। তারা দেশে গণতন্ত্র চায় না, জনগণের বাকস্বাধীনতা দিতে চায় না।’
মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় রাজপথে নেমেছি। ভুয়া উন্নয়নের প্রকল্প নিয়ে মানুষকে খুশি করা যায় না। তা বুঝতে পেরে তারা (আওয়ামী লীগ) আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু, এবার তা সফল হবে না। আন্দোলনের মধ্য দিয়ে এদের বিদায় করে দেশে জনগণের শাসন কায়েম করব।’