জমকালো আয়োজনে চলছে এনটিভির প্রতিনিধি সম্মেলন
দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জেলা প্রতিনিধি সম্মেলন জমকালো আয়োজনে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেলটির স্টুডিওতে শুরু হয় এই সম্মেলন। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও তাঁর মেয়ে রোজা আলী সামাভিয়া এতে ভার্চ্যুয়ালি যুক্ত আছেন।
সারা দেশে কর্মরত প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ। এ সময় তিনি সবাইকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে পক্ষপাতহীন সংবাদ তুলে ধরার জন্য নির্দেশনা দেন।
উদ্বোধনী বক্তব্যে এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘এনটিভি প্রগতিশীলতার ধারক হিসেবে দর্শকমনে স্থান করে নিয়েছে। এর কারণ হিসেবে সব সময় দুটি মূলমন্ত্র কাজ করেছে। আমরা সংবাদ প্রদর্শনের ক্ষেত্রে সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের দিকে জোর দিয়েছি। তারই ফলশ্রুতিতে দর্শকের চাওয়া-পাওয়া এবং গণমানুষের প্রতিচ্ছবি হিসেবে এনটিভিকে উল্লেখ করা যেতে পারে।’
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মনিরা আক্তারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন হেড অব নিউজ জহিরুল আলম। দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন পর্বে অডিও, ভিডিও, ব্রডকাস্ট, আইটি, অনলাইন ও ক্যামেরা নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে।
জেলা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত আছেন এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভি অনলাইনের সম্পাদক ফখরউদ্দীন আহমেদ জুয়েল, চিফ অব করেসপন্ডেন্ট আরিফুর রহমান।
আরও উপস্থিত আছেন হেড অব প্রোগ্রাম আলফ্রেড খোকন, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং অঞ্জন কুমার কুন্ডু প্রমুখ।
প্রথম পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম বার্তা সম্পাদক ফখরুল আলম কাঞ্চন ও প্রশান্ত অধিকারী প্রমুখ। এরপর এনটিভি অনলাইন বিভাগের সঙ্গে প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে তথ্যপ্রযুক্তি নিয়ে মতবিনিময় পর্বে প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন আইটি বিভাগের মহাব্যবস্থাপক এ টি এম আহবাব নেওয়াজ ও খন্দকার নাজমুস সাকিব এবং সহকারী ব্যবস্থাপক শাকিল মো. খায়রুল আলম। উপস্থিত আছেন অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল আলম খান, সিনিয়র এক্সিকিউটিভ নাইফ মুহাম্মদ ফারহান মহুমদার প্রমুখ।
চা বিরতির পর শুরু হয় ক্যামেরা পরিচালক ও স্যুটিংবিষয়ক আলোচনা। এতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন চিফ ক্যামেরাম্যান জিয়া জহির পল্লব, অ্যাসিস্টেন্ট চিফ ক্যামেরাম্যান মেজবা উদ্দিন মল্লিক, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (ব্রডকাস্ট) আব্বাস উদ্দিন শান্ত ও হরে কৃষ্ণ মজুমদার, চিফ গ্রাফিক্স ও ডিজাইনার মো. তানভীরুল ইসলাম মিঠু, এক্সিকিউটিভ প্রডিউসার আহসান হক পলাশ।
এখন চলছে ভিডিও ও এডিটিং নিয়ে আলোচনা পর্ব। এই পর্বে আলোচনা করছেন স্টুডিও অপারেশনসের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার খালিদ মাহমুদ সেজান, সিনিয়র ভিডিও এডিটর মোহা. আসহাবুল হক নান্নু।