নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভি চেয়ারম্যানের গুরুত্বারোপ
দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, কারও পক্ষপাতিত্ব না করে যেকোনো পরিস্থিতিতে দেশের কথা মাথায় রেখে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশ করতে হবে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেলটির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠিত জেলা প্রতিনিধি সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় তাঁর মেয়ে রোজা আলী সামাভিয়া ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে এনটিভির চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক দল কী করছে, কী করছে না, নির্বাচন হবে কি হবে না, এগুলো আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট–দেশে পাঁচ বছর পর নির্বাচন হবে এটা মাথায় রেখে আমাদের প্রিপারেশন নেওয়া। আমাদের রেডি থাকা।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে বিএনপি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বিএনপিকে ভালোমন্দ বলবে, এটা তাদের বিষয়। আমাদের বিষয় সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা।’
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে দেশের কথা মাথায় রেখে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশ করতে হবে। এখানে কারও পক্ষপাতিত্ব করার চেষ্টা করবেন না। করলেও এনটিভি কর্তৃপক্ষ কোনোভাবেই এটা গ্রহণ করবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরপেক্ষ থেকেই সংবাদ পরিবেশন করতে হবে।’
সবাইকে শুভেচ্ছা জানিয়ে এনটিভির চেয়ারম্যান বলেন, ‘এনটিভি সব সময় নিরপেক্ষ সাংবাদিকতার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে।’ তিনি সব প্রতিনিধিদের তাদের জেলাকে দর্শক-পাঠকের সামনে তুলে ধরায় গুরুত্বারোপ করেন।
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ। দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন পর্বে অডিও, ভিডিও, ব্রডকাস্ট, আইটি, অনলাইন ও ক্যামেরা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।