দুর্গাপূজায় সুনির্দিষ্ট নিরাপত্তাশঙ্কা নেই : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় কোনো সুনির্দিষ্ট নিরাপত্তাশঙ্কা বা হুমকি নেই। তবে, সব ধরনের শঙ্কা মাথায় রেখেই সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপির গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, মহাষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত পুরো রাজধানী পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদসহ অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন শেষ হবে বলে আশা করছি।
হাবিবুর রহমান বলেন, ঢাকা মহানগরীতে এবার ২৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজামণ্ডপগুলোর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। কিন্তু, কখনও কখনও স্বার্থন্বেষী মহল ইন্টারনেট ব্যবহার করে তার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করে থাকে। ডিএমপির পক্ষ থেকে সাইবার মনিটরিং করে তা প্রতিরোধ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাবিবুর রহমান বলেন, প্রত্যেক পূজামণ্ডপে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোন তথ্য কেউ পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এসব প্রতিরোধ করার জন্য ডিএমপি ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। সামনে জাতীয় নির্বাচন, সেটি মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে সমন্বয় সভা হয়েছে, সেখানে সবাইকে সতর্ক থেকে বিসর্জনের কাজটি করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে যেন বিসর্জন হয়, সে জন্য সবাই সচেষ্ট থাকবে। ডিএমপির সঙ্গে নৌ পুলিশকেও প্রস্তত রাখা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপগুলোয় প্রবেশের জন্য আর্চওয়ে থাকবে। বিশেষ নিরাপত্তার টিম থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।