বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে পাঁচ দিন
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে পাঁচ দিনের জন্য বন্ধ থাকছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় চার দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘পূজার ছুটিতে মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। পরদিন বুধবার সকাল থেকে এই পথে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদেরকে জানানো হয়েছে।’
আমদানি রপ্তানি বন্ধ থাকালেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন বেড়েছে দ্বিগুণ। আজ শুক্রবার সকাল থেকে এ রুটে দুপুর ১২টা পর্যন্ত চার হাজার ৭০০ জন যাতায়াত করেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, ‘পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।’
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী বলেন, ‘দূর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পাঁচ দিন উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ সময় বেনাপোল বন্দরে মালামাল খালাস কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।’