বিএনপিকে বাদ দিয়ে দুর্বলদের নিয়ে নির্বাচন করতে চায় আ.লীগ : নজরুল ইসলাম
বিএনপিকে বাদ দিয়ে দুর্বলদের নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অফিসে বিভাগের সাত ইউনিটের মতবিনিময় সভায় আজ শুক্রবার (২০ অক্টোবর) তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেছেন, ‘চলমান একদফা আন্দোলন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক দেশের মানুষের স্বার্থের আন্দোলন। কিন্তু, আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে দুর্বলদের নিয়ে নির্বাচন করতে চায়। তারা ১৪ ও ১৮ সালের মতো ক্ষমতায় যেতে চায়। কিন্তু, এবারে এরকম নির্বাচন করতে দেওয়া হবে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তামান সরকার গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে না।’
বিএনপির সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ প্রমুখ।
সভার শুরুতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মেনাজাত করা হয়।