খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া এবং সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। সম্মিলিত পেশাজীবী পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ শনিবার (২১ অক্টোবর) সকালে নগরীর মিশন পাড়া থেকে লিফলেট বিতরণ করা শুরু হয়। পরে খানপুর হাসপাতাল রোডে গিয়ে এ কর্মসূচি শেষ হয়।
মহানগর বিএনপির সদস্য ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময়ের উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। দেশ অত্যন্ত খারাপ অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। মানুষের ভোটের অধিকার নেই। দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্নীতির মাধ্যমে এ দেশকে সেই আগের মতো তলাবিহীন ঝুড়ির মতো পরিণত করা হয়েছে। এসব কারণে সরকারের উচিত এখনই পদত্যাগ করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিতে এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি দিয়ে বিদেশের যেতে দেওয়ার দাবি জানান।