আ.লীগের শাসনামলে দেশের সবাই শান্তিতে বসবাস করছেন : স্বাস্থ্যমন্ত্রী
দেশের বিরোধী দলরা সবসময় ধর্মকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি বিরোধীরা মানুষের মধ্যে বিবেদ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন তিনি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় আজ শনিবার (২১ অক্টোবর) সকালে মন্ত্রী এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, ‘আওয়ামী লীগের গত দশ বছরের শাসন আমলে দেশে সকলেই শান্তিতে বসবাস করছেন।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে বিরোধী যারা আছেন, তারা সবসময় ধর্মকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। মানুষের মধ্যে বিবেদ সৃষ্টি করেছে। দেশে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছে। বিরোধীরা ক্ষমতায় থাকা অবস্থায় মানিকগঞ্জেও সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের গত দশ বছরের শাসন আমলে দেশে সকলেই শান্তিতে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীরা শান্তিতে ব্যবসা বাণিজ্য ও চাকরি করছেন। দেশের অর্থনীতিতে সকলে একযোগে কাজ করছে।’
এই আইন প্রণেতা বলেন, ‘আজ থেকে আগামী চার দিন যেন সুন্দরভাবে পূজা উদযাপন করা যায় সে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। দেশে যেন উন্নয়ন অব্যাহত থাকে পূজায় তার জন্য প্রার্থনা করবেন। দেশের মঙ্গল কামনা করবেন।’
মতবিনিময় সভায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার মোট ১৭১ মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০০ কেজি করে চালের ডিও লেটার ও নগদ অর্থ প্রদান করেন।