সরকারের সময় শেষ, তাদের পালাবার পথ নেই : মির্জা ফখরুল
সরকারের সময় শেষ, তাদের পালাবার কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আজ রোববার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে নিরপেক্ষ সরকারের বিধান ফেরানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পার্লামেন্টে তারা বিল নিয়ে আসতে পারে। এ অধিবেশনে আইন পাস করে নিরপেক্ষ সরকারের বিধান নিয়ে আসতে পারে। অন্যথায়, দেশে অস্থিতিশীল অবস্থার জন্য সরকার দায়ী হবেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার আবারও এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। ২০১৪, ২০১৮ সালে যেভাবে নির্বাচন করেছিল, এ ধরনের নির্বাচন করতে না দেওয়ার জন্য জনগণের আন্দোলন চলমান আছে।’
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৮ অক্টোবরের কর্মসূচিকে কেন্দ্র করে ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে। আদালত ভবন উদ্বোধন করতে গিয়ে আইনজীবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছেন। ফরমায়েশ করে বিচার বিভাগকে প্রভাবিত করছেন। ফরমায়েশি রায় দিচ্ছেন আদালত। সারা দেশে বিএনপি নেতাদের সাজা দেওয়ার চক্রান্ত কার্যকর করছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এক দফা আন্দোলন করছি। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের মানুষ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই এ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে। জনগণ ফুসে উঠেছে, তারা তাদের দাবি আদায় করতে চায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছি। যা করেছে সব সরকারের পেটোয়াবাহিনী, আইনশৃঙ্খলাবাহিনী করেছে। এখন পর্যন্ত যে মামলাগুলো হচ্ছে, সব গায়েবি মামলা। আইনশৃঙ্খলা বাহিনী হুমকি দিচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘২৮ আক্টোবর (শনিবার) আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। আশা করি, প্রশাসন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। পার্টি অফিসের সামনে (অনুমতি) চেয়ে চিঠি দিয়ে অবগত করেছি। সরকারের দায়িত্ব নিরপত্তার ব্যবস্থা করা। গত ১০ ডিসেম্বরের আগে ৭ ডিসেম্বর বিনা কারণে পার্টি অফিস থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। সরকারের প্রতিটি স্টেপ হচ্ছে, নিরপেক্ষ নির্বাচন যেন না হয়।’
শাপলা চত্বরের পরিণতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি এবং অন্য দল এক নয়। এত সহজে বিএনপিকে নির্মূল করা যাবে না।’