ডেঙ্গুতে ৯ মৃত্যুর দিনে হাসপাতালে ২০৫৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৫ জনে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে দুই হাজার ৫৬ ডেঙ্গুরোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৪৮৪ জন।
আজ রোববার (২২অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে সাত জনই ঢাকার বাইরের। আর বাকি দুজন ঢাকার। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫০০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৫৬ জন।
বর্তমানে দেশে সর্বমোট সাত হাজার ৬৭৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ১৮৯ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৪৮৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
২০২৩ সালের এক জানুয়ারি থেকে ২২অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই লাখ ৫৫ হাজার ৪৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৫ হাজার ৫৩০ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই লাখ ৪৬ হাজার ১১৬ জন।