সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে আ.লীগের চিঠি
রাজধানীতে আগামী ২৮ অক্টোবর (শনিবার) শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশের অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটিটি। ওই চিঠিতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা জোরদারের অনুরোধও করা হয়েছে।
আজ রোববার (২২ অক্টোবর) মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপিকে দেওয়া চিঠিতে লেখা রয়েছে, আগামী ২৮ অক্টোবর শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চিঠিতে আরও লেখা রয়েছে, সমাবেশে মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, স্টেডিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং গোলাপ শাহ্ মাজার সংলগ্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থা জোরদার ও অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।